আমার ইচ্ছে করে,
ইচ্ছে গুলো তোকে বলতে,
আমার ইচ্ছে করে
তোর ইচ্ছে গুলো পূর্ণ করতে।
আমার ইচ্ছে করে,
না বলা কথা গুলো তোকে বলতে,
আমার ইচ্ছে করে
তোর না বলা কথা গুলো শুনতে।
আমার ইচ্ছে করে,
তোকে পাবো না যেনে-ও
তোর জন্য অপেক্ষা করতে।
আমার ইচ্ছে করে,
ভালোবাসতে তোকে,
বার-বার তোর প্রেমে পড়তে।
আমার ইচ্ছে করে,
বুকের মাঝে তোকে আগলে রাখতে।
আমার ইচ্ছে করে,
তোর হাতে- হাত রেখে
পথ চলতে।
আমার ইচ্ছে করে,
তোকে নিয়ে হারিয়ে যেতে।
আমার ইচ্ছে করে,
তোর মাঝে মিশে যেতে,
আমার ইচ্ছে করে,
তোর ভালোবাসার ফুল হয়ে ফুটতে,
তোর অবহেলায় ঝরে যেতে।
যেমন কিছু কিছু ভূল মানুষ আমদের থেকে দূরে যায়,
সেরকম সঠিক মানুষও এনে দেই...শুধু সময়ের অপেক্ষা..!🥀
মানুষের কোনো কথাটাই সোজা নয়!
আমরা ডিক্শনারিতে যে কথার এক
মানে বেঁধে দেই, মানব জীবনের মধ্যে
মানেটা সাতখানা হয়ে যায়,
সমুদ্রের কাছে এসে গঙ্গার মতো||
----শেষের কবিতা (রবীন্দ্রনাথ ঠাকুর)
পরিবারের পছন্দে বিয়ে করে সারাজীবন কস্ট পাওয়ার থেকে,
একবার সাহস করে বাড়িতে বলে দেখো,
ভালোবাসাও তোমার কাছে থাকবে আর পরিবারও ❤️
ভালোবাসার মায়া জালে
হৃদয় নিলে কেড়ে।
বিশ্বাসের সুযোগ নিয়ে
আঘাত দিলে মনে।
ছলেবলে কৌশলে
স্বার্থ নিলে হাসিল করে।
মনের মাঝে শত স্বপ্ন
তোমায় নিয়ে বুনেয়েছি।
স্বপ্ন গুলো মূল্যহীন
তোমার মিথ্যা ছলনায়।
আমি তোমাকে মন থেকে চেয়েছিলাম তো,
তাই হয়তো পাইনি !
খেলার জন্যে চাইলে নিশ্চই পেতাম ।
ভালোবাসা কিভাবে টিকে রাখা যায় ?
চার বছরের সম্পর্ক ভে'ঙে যায় চার মিনিটে,।আবার চার মিনিটে তৈরি সম্পর্ক টিকে থাকে যুগের পর যুগ।
সম্পর্ক তৈরি হবে মনের নিয়মে। সেই সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব আপনার।
সম্পর্কগুলো ন'ষ্ট হয় অ'হং'কা'র আর অবিশ্বাসের কারণে।সমবয়সী কিংবা ছোট বড় সম্পর্কের জন্য সমস্যা নই। সমস্যা হলো বিশ্বাস, সম্মান ও আন্তরিকতার অভাব। কেননা পারফেক্ট জুটিরও কিন্তু বি'চ্ছে'দ হচ্ছে ।
আমরা কখনো ছোট হতে চাই না ! কাছের মানুষটা রাগ করলেও নিজে নত হয়ে রাগ ভা'ঙা'তে চাই না। উল্টো বসে থাকি রাগ করে । সম্পর্কের মাঝে যদি একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ, সেক্রিফাইস, আন্তরিকতা না থাকে সেই সম্পর্ক ভে'ঙে যাবে চোখের পলকে।
আপনি নিজে যত ছোট ও ক্ষমাশীল হবেন। আপনার সম্পর্কও তত দীর্ঘস্থায়ী হবে। মনে রাখবেন, প্রতিটা জিনিস বেঁচে থাকার জন্য কিছু না কিছু প্রয়োজন।
মাছের জন্য যেমন পানি , মানুষের জন্য যেমন অক্সিজেন। তেমনি ভালোবাসার জন্য প্রয়োজন একে অপরের প্রতি বিশ্বাস,সম্মান, সেক্রিফাইস ও আন্তরিক ভালোবাসা।
ভালোবাসার বিনিময়ে সবসময় ভালোবাসা জুটেনা,
মাঝে মধ্যে ম'র'ন-য'ন্ত্রণা আ'ঘা'তও জুটে!
_________________________________________
- How are you? - তুমি কেমন আছ?
- I am good, thank you! - আমি ভাল আছি, ধন্যবাদ।
- What is your name? - তোমার নাম কি?
- My name is Kamal. - আমার নাম হয় কামাল।
- Where are you from? - তুমি কোথা থেকে আসছ?
- I am from Bangladesh. - আমি বাংলাদেশ থেকে আসছি।
- How old are you? - তোমার বয়স কত?
- I am Twenty years old. - আমার বয়স বিশ বছর।
- Thank you! - আপনাকে ধন্যবাদ!
- You are welcome. - স্বাগতম।
- I don’t know. - আমি জানি না।
- What time is it? - কয়টা বাজে?
- It's 4 o'clock - ৪টা বাজে
- I agree with you - আমি তোমার সাথে একমত
- Do you speak English? - তুমি কি ইংরেজি বলতে পারো?
- Can you speak more slowly? - তুমি কি আরেকটু ধীরে কোথা বলতে পার?
- Goodbye! - বিদায়!
- See you soon! - আবার দেখা হবে৷
- Have a nice day! - দিনটি শুভ হোক।
- Bangla Poetry Caption
- Bangla Poetry Lines
- Bangla Poetry About Life
- Bangla Poetry books
- Bangla Poetry status
- Bangla Poetry english
- Bangla Poetry lyrics
- Bangla Poetry recition
- Bangla Poetry nazrul
- Bangla Quotation
- Bangla Quotes on life
- Bangla Quotes on Love
- Bangla Quotes for dp
- Bangla Quotes sad
- Bangla Quotes motivational
- Bangla Quotes for bio
- Bangla Quotes for free book
- Bangla Quotes about Life
- Bangla Quotes for free