University life and you:
There are a lot of things that you will encounter in your life, but I just wanted to share :
১. Many talented people are admitted here, not everyone can hold the trek, the first boy becomes the last bencher, some work a lot of hard work, some do not get the desired result, some even after one night they get very good results
২. Everyone in the university is everyone's friend, everyone is a bachelor or a classmate, in the first year there is a big circle, everyone moves with everyone, but at the end of the year or at the beginning of the second year the group starts small, in the fourth year you have more than one or two friends
Those who become circles, they are very lucky that they get circles like themselves, those who do not get, they should learn how to enjoy themselves
৩. The biggest problem of the university is that one is bitchin the name of another, you will not even know your name in life, people judge people even in a very small work,
No matter how good you are, even that little thing you Unintentionally did will remain a bad idea in his mind for the rest of his life
You don't even know if you like this girl/boy, you're kipta, you're immachior, you're unsocial, you'll get a lot of tags from people
① . If you go with senior, you hit Senior more oil, if you mix with junior, why do you mix with juniors, you will also have to listen to these things, but in my opinion, anyone can mix with anyone, you can chat, because varsity is an open place, there is a lot to take from everyone,
And you don't walk on anyone's money, to nobody Bound nor, with whom you like to mingle you will walk,mingle because it's your life, You should choose with whom you will surround yourself with.
Yes. Your friends or people around you are reluctant to understand that if you do not give great if you give a treat to friends, many people may not have money at that time, or he may have problems
Okay. Can't walk with it, can't talk to it, can't salute it, can't help it,
Why?
Because the people around you say he's bad, but you don't associate with him in life, you don't talk to other people
You. There are a lot of people out there who love the outdoors, and at the end of the day, there are people out there who love the outdoors. - - - - > > >
BV. Who was in love with whom, who knocks, who likes whom, these are the chat hats, the reason for the fall of the Bengali nation is to knock on this hoodai hat, brother, who he fell in love with, so what is yours? You can talk to someone else, right?
If you give a message to the girls, he is luicha, if the girls do not reply, he is moody, if the girls give a message, Desperate, if the boys walk with a little thought, the father has become more money, you should also listen to these words
There are other things, at the end of the day this is the achievement, the University and its people, many beautiful people also live here, find beautiful people, you will see that your university life will also be very beautiful
This is related to me so I wrote, many people can have many opinions, my timeline so, I gave my opinion just, Jazz will do it in omni too😂
বিশ্ববিদ্যালয় জীবন এবং আপনি:
বিশ্ববিদ্যালয় জীবনে আসলে আপনি অনেক জিনিসের সম্মুখীন হবেন তার মধ্যে কিছু জিনিস আমিও সম্মুখীন হয়েছি, শেয়ার করলাম যাস্ট :
১. এইখানে অনেক মেধাবীরা ভর্তি হয়, সবাই ট্রেক ধরে রাখতে পারেনা, ফার্স্ট বয় লাস্ট বেঞ্চার হয়ে যায়, কেউ কেউ অনেক হার্ড ওয়ার্ক করে কাঙ্ক্ষিত রেজাল্ট পায়না, কেউ কেউ এক রাত পরেও অনেক ভালো রেজাল্ট করে।
২. বিশ্ববিদ্যালয়ে সবাই সবার বন্ধুনা, সবাই ব্যাচমেট বা ক্লাসমেট, ফার্স্ট ইয়ারে অনেক বড় সার্কেল থাকে, সবাই সবার সাথে চলাফেরা করে, কিন্তু বছর শেষে বা সেকেন্ড ইয়ারের শুরুতে গ্রুপটা ছোট হইতে শুরু করে, ফোর্থ ইয়ারে আপনার ফ্রেন্ড বলতে বেশি হলে একজন বা দুইজন থাকে।
যাদের সার্কেল হয়ে যায়, তারা অনেক লাকি যে তারা নিজেদের মতো সার্কেল পাইসে, যারা পায়নি, তাদের নিজের সঙ্গ কিভাবে এঞ্জয় করতে হয় তা শিখা উচিত।
৩. বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, একজন আরেকজনের নামে বিচিং করা, আপনি জীবনেও জানবেন না আপনার নামে মানুষ এইটা ভাবে, মানুষ মানুষকে খুব ছোট একটা কাজেও জাজ করে বসে,
আপনি যতই ভালো হননা কেন, ওই ছোট একটা কাজ যা আপনি Unintentionally করেছেন সেটা নিয়েও তার মনে সারাজীবন একটা বাজে ধারণা থেকে যাবে।
বিচিং এর ফলে আপনার একজনের সাথে প্রেম থাকবে, তা আপনি নিজেও জানেন না, আপনি এই এই মেয়ে/ছেলেকে পছন্দ করেন তাও আপনি জানেন না, আপনি কিপটা, আপনি ইম্যাচিয়োর, আপনি আনসোশ্যাল, অনেক ট্যাগ পাবেন মানুষের কাছ থেকে।
৪. সিনিয়র এর সাথে চললে, আপনি সিনিয়রকে বেশি তেল মারেন, জুনিয়র এর সাথে মিশলে আপনি জুনিয়র দের সাথে কেন মিশেন, এসব কথাও আপনার শুনা লাগবে, বাট আমার মতে, যে কেউ, কারো সাথে মিশতে পারে আড্ডা দিতে পারে, কারণ ভার্সিটি একটা ওপেন জায়গা, সবার থেকে অনেক কিছু নেয়ার আছে,
আর আপনি কারোর টাকায় চলেনও না, কারোর কাছে Bound ও না, আপনার যার সাথে মিশতে ভালো লাগে আপনি চলবেন,মিশবেন Because It's your life, you should choose with whom you will surround yourself with.
৫. বন্ধুদের ট্রিট দিলে আপনি মহান না দিলে হার কিপটা, অনেকের কাছে ওই সময়ে টাকা নাও থাকতে পারে, বা তার সমস্যা থাকতেও পারে তা আপনার বন্ধুবান্ধব বা আশেপাশের মানুষ বুঝতে নারাজ।
৬. এর সাথে চলা যাবে না, এর সাথে কথা বলা যাবেনা, একে সালাম দেয়া যাবেনা, একে হেল্প করা যাবে,
কেন?
কারণ তোমার আশেপাশের মানুষ বলসে সে খারাপ, কিন্তু তুমি জীবনে মেলামেশাও করোনাই ওর সাথে, অন্যের কথায় যাস্ট একটা মানুষের সাথে কথা/মেশা হয়নি তোমার।
৭. অনেকে ইন্ট্রোভার্ট থাকে, কেউ কেউ এক্সটোভার্ট থাকে, বাট দিনশেষে ক্যাম্পাসকে কে বেশি ভালোবাসলো সেটা মুখ্য।
৮. কে কার সাথে প্রেম করলো, কে কাকে নক দেয়, কে কাকে পছন্দ করে, এইসব হচ্ছে আড্ডার টপিক, বাঙালি জাতির পতন এর কারণ এই হুদাই টপিক নিয়ে নাক গলানো, ভাই, সে কার সাথে প্রেম করলো, তাতে তোমার কি? সে আরেকটা মানুষের সাথে কথা বলতেই পারে, তাতে তোমার কি?
মেয়েদের মেসেজ দিলে সে লুইচ্চা, মেয়েরা রিপ্লাই না দিলে সে মুডি, মেয়েরা মেসেজ দিলে সে Desperate, ছেলেরা একটু ভাব নিয়ে চললে বাপের বেশি টাকা হয়ে গেছে, এইসব কথাও আপনার শুনতে হবে।
আরো নানা কথা আছে, দিনশেষে এটাই প্রাপ্তি, বিশ্ববিদ্যালয় ও তার মানুষ, অনেক সুন্দর মানুষদেরও এইখানে বসবাস, সুন্দর মানুষগুলা খুঁজে বের করুন দেখবেন আপনার ভার্সিটি লাইফটাও অনেক সুন্দর কাটবে।
এইটা আমার সাথে রিলেটেড তাই লিখলাম, অনেকের অনেক মতামত থাকতে পারে, আমার টাইমলাইন সো, আমি আমার মতামত দিলাম যাস্ট, জাজ এমনিতেও করবেন ওমনিতেও করবেন😂
- Bangla Poetry Caption
- Bangla Poetry Lines
- Bangla Poetry About Life
- Bangla Poetry books
- Bangla Poetry status
- Bangla Poetry english
- Bangla Poetry lyrics
- Bangla Poetry recition
- Bangla Poetry nazrul
- Bangla Quotation
- Bangla Quotes on life
- Bangla Quotes on Love
- Bangla Quotes for dp
- Bangla Quotes sad
- Bangla Quotes motivational
- Bangla Quotes for bio
- Bangla Quotes for free book
- Bangla Quotes about Life
- Bangla Quotes for free