বসন্ত...
এই বসন্তে কিছু কম বা বেশি হোক
পলাশ ফুলে মধুর গন্ধ হোক
নবীন ফুলে মেতে উঠে বসন্তের ভবন ।
আম গাছে মুকুল, পাতা ঝরা গাছে পাতার সৃষ্টি,
তার সাথে বয়ে কেন যায় বসন্তের হাওয়া,
কারণ বসন্ত এসেগেছে তাইতো এমন ।
নয়নে নতুন পাতার সৃষ্টি,
একনজরে এরা বসন্তের দৃষ্টি।
তার সাথে আবিরে রঙ্গানো গাল,
গ্রামবাংলা, শহরে মেতে ওঠে বসন্তের তাল।
এই রদ্রের চমক দেখে
আমি এমনিতেই মরে যায় ,
তুমি আসবো বলে আসো না,
আর আমি না বলেই চলে যায়।
বসন্তের দিন, বসন্তের শুভেচ্ছা, বসন্তের হাওয়া, bosonta quotes, bosonta poetry, bosonta kobita, bangla kobita, bangla bosonter kobita, bosonter chobi, bosonter photo, ফাগুনের কবিতা, faguner kobita, চৈত্র মাস, বাংলা কবিতা